রুদ্র দেব নাথ
জবি প্রতিনিধি।।
পবিত্র মাহে রমজান উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে ৫০ টাকায় মিলবে ৮ প্রকার ইফতার আইটেম। ইফতারির সকল ধরনের আইটেম অন্তর্ভুক্ত থাকায় স্বস্তির নিঃশ্বাস ফেলছে বিশ্ববিদ্যালয়ের আশেপাশে থাকা শিক্ষার্থীরা।
আসন্ন রমজান মাসকে সামনে রেখে ৫০ টাকার এই প্যাকেজটি ঘোষণা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিন কতৃপক্ষ।
৫০ টাকার এই প্যাকেজটি রয়েছে আলুর চপ-১ পিস, বেগুণী-১ পিস, পিয়াজু-১ পিস ,খেজুর-২ পিস, মুড়ি, ছোলা-১ বাটি, শরবত- ১ গ্লাস, ফল-১ টি সহ মোট আটটি আইটেম।
প্যাকেজটি সম্পর্কে জানার পর বেশ কিছু শিক্ষার্থীকে স্বস্তির নিঃশ্বাস ফেলতে দেখা গিয়েছে। ক্যান্টিন কতৃপক্ষ জানান, শিক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে তারা এই আট আইটেমের প্যাকেজটি ঘোষণা করেছেন।
শাহাবুদ্দিন আহমেদ নামের এক শিক্ষার্থী বলেন, রমজান মাসে রাস্তা ঘাটে ইফতার আইটেমের অভাব হয়না। কিন্তু আইটেম গুলো আলাদা আলাদা কিনতে হয়, তাতে বেশি খরচ পড়ে, একসাথে সব আইটেম থাকায় বেশ ভালই হয়েছে।
আসিফ খান নামের আরেক শিক্ষার্থী বলেন, বর্তমানে সব কিছুর দাম বেশি। ৫০ টাকায় আইটেম মোটামুটি ঠিক আছে, বিশ্ববিদ্যালয়ের আসে পাশে যারা থাকে, তারা একসাথে ক্যান্টিনে বসে ইফতার করতে পারবে।
ছাত্র-কল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোঃ আইনুল ইসলাম বলেন, গতবার ৪৫ টাকায় ইফতারি ছিল, এইবার সেটা ৫০ টাকা, সব কিছুর দাম বৃদ্ধি পাচ্ছে, তাই ক্যান্টিন কতৃপক্ষের সাথে কথা বলে, এই দাম নির্ধারণ করেছি, যেন তাদেরও কিছু টাকা থাকে, শিক্ষার্থীদের ও কিছু টাকা সাশ্রয় হয়।
তিনি আরও বলেন, তবে অন্য ধর্মাবল্বী শিক্ষার্থীদের জন্যে গতবছর দুপুরে খাবারের ব্যবস্থা থাকলেও, এইবছর এখনও দুপুরে খাবার রাখার ব্যাপারে সিদ্ধান্ত হয়নি। কারণ গতবছর মাঝামাঝি সময়ে আমি তাদেরকে রিকোয়েস্ট করে খাবারের ব্যবস্থা করলেও, শিক্ষার্থী কম থাকায়, এই বছর তারা তেমন আগ্রহ দেখাচ্ছে না। তবে শিক্ষার্থীর সংখ্যা বেশি হলে, আমি অবশ্যই দুপুরে খাবার ব্যবস্থা করার চেষ্টা করবো।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮