প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৫, ২০২৫, ৬:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৪, ২০২৫, ৪:১৩ পি.এম
রূপগঞ্জ পূর্বাচলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

মোঃ আবু কাওছার মিঠু নারায়ণগঞ্জ প্রতিনিধি
রূপগঞ্জের পূর্বাচল উপশহরের ১১ নম্বর সেক্টরের কুমারটেক গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুয়েল মৃধা (৩৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। শনিবার সকাল ৮টা ৩০ মিনিটে নিজ বাড়ির গোয়ালঘরে গরু গোসল করাতে গিয়ে তিনি দুর্ঘটনার শিকার হন।
স্থানীয় কুমারটেক মসজিদের সভাপতি মোমেন মিয়া জানান, জুয়েল প্রতিদিনের মতো গরুর গোয়ালঘর পরিষ্কার করছিলেন। পরিষ্কার শেষে বিদ্যুৎ লাইন বন্ধ করতে গেলে লাইনে ত্রুটির কারণে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। সঙ্গে সঙ্গে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জুয়েল মৃধা মো. বাদল মৃধার বড় ছেলে। কৃষিকাজ করেই তিনি জীবিকা নির্বাহ করতেন। মৃত্যুকালে তিনি দুই পুত্র রেখে গেছেন—বড় ছেলে আব্দুর রহমান (৬) এবং ছোট ছেলে আব্দুর রাহিম (২)।
পূর্বাচল ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই।
প্রাথমিকভাবে জানা গেছে, গরু গোসল করাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুয়েল মৃধা গুরুতর আহত হন এবং পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২