
মাকসুদুল হোসেন তুষার,
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাহিয়া আক্তার নামে এক কলেজ শিক্ষার্থী আইফোন কিনতে বাবা মার কাছ থেকে টাকা আদায় করতে অপহরণের পর গণধর্ষণের নাটক সাজিয়েছে। এ ঘটনায় নিন্দা জানিয়েছেন বাংলাদেশ রিপাবলিক পার্টির বিআরপি’র প্রধান উপদেষ্টা সেলিম প্রধান।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টার দিকে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য মাহিয়া আক্তারের দুই সহপাঠী সিফাত মিয়া ও সিনথিয়া আক্তারকে আটক করেছে পুলিশি। মাহিয়া আক্তার সরকারি মুড়াপাড়া কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী। মাহিয়া আক্তার উপজেলার মঙ্গলখালী এলাকার মাহবুব আলমের মেয়ে।
বিআরপি’র প্রধান উপদেষ্টা সেলিম প্রধান বলেন, নতুন জেনারেশন অনেক মেধাবী। তারা যদি মেধার বিকাশ ভাল কাজে করায় তাহলে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে। আইফোনের জন্য ধর্ষণের সাজানোর ঘটনায় আমি নিন্দা জানাচ্ছি। নতুন প্রজন্মের প্রতি আমার আহ্বান ফোন কেনার জন্য এমন কাজ যেন তারা না করে।