মাকসুদুল হোসেন তুষার স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাজী মহিউদ্দিন মডেল হাই স্কুলের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মো: রিফাত ও সাবেক শিক্ষার্থী গৃহবধূ লামিয়া আক্তারের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও অবরোধ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কাজী মহিউদ্দিন মডেল হাই স্কুলের শিক্ষার্থী ও এলাকাবাসীর উদ্যোগে তারাব পৌরসভার সামনে ঢাকা সিলেট মহাসড়কে এ মানববন্ধন,বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় দুপুর ১২টা থেকে ১২: ৩০ মিনিট পর্যন্ত ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে রাখা হয়।
মানববন্ধনে শিক্ষার্থী আফরিন কবির বলেন,আমাদের স্কুলের ৬ষ্ট শ্রেণির শিক্ষার্থী দক্ষিণ রূপসী এলাকার মো : রিফাতকে গত ৩০শে মার্চ নির্মমভাবে হত্যা করা হয়েছে। হত্যাকারী মো : মাছুমসহ তার সহকারীদের দ্রুত আইনের আওতায় এনে ফাঁসি কার্যকর করতে হবে।
নিহত গৃহবধূ লামিয়ার ভাই সিফাত হোসেন বলেন, আমার বোন লামিয়া আক্তার কে যৌতুক টাকার জন্য তার স্বামী শাওন ও তার মা ফাতেমা বেগমসহ পরিবারের লোকজন দীর্ঘদিন যাবত নির্যাতন করে আসতেছিল। পরে গত ১৯ এপ্রিল নির্যাতন করে হত্যা করে। আমি এ হত্যার বিচার চাই। তা হলে সামনে আরো বড় ধরনের কর্মসূচি দেয়া হবে।
এ ব্যাপার রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লিয়াকত আলী বলেন,রূপগঞ্জ থানায় পৃতক ঘটনায় মামলা রয়েছে। গৃহবধূ লামিয়া হত্যার আসামি মো: শাওন ও তার মা ফাতেমাকে গ্রেফতার করে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। শিক্ষার্থী রিফাত হত্যার আসামি মো মাছুমকেও গ্রেফতার করে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮