মাকসুদুল হোসেন তুষার,
নারায়ণগঞ্জে রূপগঞ্জ উপজেলায় মোবাইল কোটের মাধ্যমে ২ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন ও আল মদিনা ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরীকে ১ লাখ টাকা জরিমানা করেন তিতাস কতৃপক্ষরা।
২৭ জুলাই রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে ডহরগাও এলাকায় ৩ কিলোমিটারে ৭০০ বাড়ির ২ হাজার চুলার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয় ও বরাব এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে নির্বাহী ম্যাজিস্ট্রেট আল মদিনা ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরী মালিককে ১ লাখ টাকা জরিমানা করেন।
এ সময় নারায়ণগঞ্জ জেলা কার্যালয় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারিকুল ইসলাম ও রূপগঞ্জ জোনের ম্যানেজার জাহিদ এর নেতৃত্বে অভিযান পরিচালনা করেন।
উচ্ছেদকৃত পাইপ ৩/৪ ভায়া পাইপ ২০ ফুট বার্নার ১ টি প্যাকেজ জব্দ করা হয়
প্রতিটি লাইন সোর্স পয়েন্ট থেকে কিলিং ক্যাপিং করা হয়েছে।
এ সময় তিতাস কতৃপক্ষরা বলেন, রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান পরিচালনা অব্যাহত আছে প্রতিনিয়ত অভিযান হচ্ছে যেখানেই অবৈধ সংযোগ পাওয়া সেখানেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮