প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৫, ২০২৫, ১২:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৬, ২০২৫, ৩:০৮ পি.এম
রূপগঞ্জে ২জন ভুয়া ডিবি পুলিশকে গ্রেফতার করেছে রুপগঞ্জ থানা পুলিশ
মোঃ আবু কাওছার মিঠু, নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে দুইজন ভুয়া ডিবি কে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। ২৫শে জানুয়ারী রাতে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
ভুয়া ডিবি পুলিশ পরিচয়কারী আটককৃতরা হলেন, নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার গাজীপুরা গ্রামের জাহাঙ্গীর মিয়ার ছেলে ফয়সাল ও বগুড়া জেলার সোনাতলা উপজেলার পাকুলা গ্রামের আলম মিয়ার ছেলে সোহান মিয়া।
এ বিষয়ে নারায়নগঞ্জ -গ-সার্কেল- এএসপি মেহেদী ইসলাম জানান, গতকাল রাতে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর এলাকায় থেকে রূপগঞ্জ থানার ডিউটিরত টহল টিম দুইজন ভুয়া ডিবি কে দেখতে পেয়ে সন্দেহ হলে জিজ্ঞাসা করে- পরে তারা ঠিকঠাক মতো উত্তর দিতে না পারলে তাদেরকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতদের থেকে ডিবি লেখা ২টি পোশাক- ৩টি ওয়াকিটকি- ১টি হ্যান্ডকাফ ও ১টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।এবং আটককৃতদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২