প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৪, ২০২৫, ৩:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৪, ২০২৫, ১:১৬ পি.এম
রূপগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মোঃ আবু কাওছার মিঠু, রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী থেকে ১৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।
মঙ্গলবার (০৩ ডিসেম্বর) রূপগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা কালে গোপন সূত্রে সংবাদ পাইয় রাত অনুমান ০২.৩৫ ঘটিকার সময় তারাব পৌরসভার রূপসী বাগবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে মোঃ রাসেল মিয়া(৩০) ও শিরিনা আক্তার ওরফে আখি (২৫), দ্বয়কে আটক করা হয়। পরে তাদের হেফাজতে থাকা রাসেলের কাছ থেকে স্বচ্ছ পলিথিনে মোড়ানো ১০ পিস ইয়াবা ও শিরিনা আক্তার ওরফে আখির ভ্যানিটি ব্যাগ থেকে ০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আসামী ১। মোঃ রাসেল মিয়া(৩০), পিতা আবু সাঈদ মিয়া, মাতা-হাসনারা বেগম, সাং-ছোট ফাউসা, ২। শিরিনা আক্তার ওরফে আখি (২৫), পিতা-নজরুল ইসলাম, মাতা-আমেনা খাতুন, সাং-হোগলাকান্দা, ইউপি-খাগকান্দা, উভয় থানা-আড়াইহাজার, জেলা-নারায়নগঞ্জ।
আটকৃত রাসেল মিয়া নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার ছোট ফাউসা গ্রামের বাসিন্দা ও শিরিনা আক্তার ওরফে আখি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার খাগকান্দা ইউনিয়নের হোগলাকান্দা গ্রামের বাসিন্দা। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে, দীর্ঘদিন ধরে ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় পূর্বক ব্যবসা করে আসিতেছে।
আসামীদ্বয়কে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১০(ক) ধারার অপরাধে কোর্টে প্রেরণ করা হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২