প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৬, ৭:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩, ২০২৪, ১১:১৬ এ.এম
রূপগঞ্জে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন হামলার প্রতিবাদে মানববন্ধন।।

মোঃআবু কাওছার মিঠু
নারায়ণগঞ্জ- প্রতিনিধি।।
নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন ও দয়াল চন্দ্র শীলের ব্যবসায় প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন করা হয়েছে। ২ অক্টোবর উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে কায়েতপাড়া ইউনিয়ন হিন্দু সম্প্রদায়ের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন- দয়াল চন্দ্র শীলের ছেলে সুমন চন্দ্র শীল- বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের বিধান কৃষ্ণ রায়- যুবদল নেতা উত্তম সাহা- সাধারণ সম্পাদক রূপগঞ্জ উপজেলা জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের দিপু চন্দ্রপুর গোপ ও সভাপতি কায়েতপাড়া ইউনিয়ন কামাল নাসেরসহ আরো অনেকে।
এসময় বক্তারা বলেন- হিন্দু সম্প্রদায়ের উপর সন্ত্রাসীরা প্রায়ই হামলা ও নির্যাতন চালায়। গত মঙ্গলবার রাতে কায়েতপাড়া ইউনিয়নের ইছাখালী এলাকার দয়াল চন্দ্র শীলের ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসীরা হামলা চালায়। এ ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সঙ্গে হামলাকারীদের আইনের আওতায় আনার জন্য জোরদাবি জানাচ্ছি।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২