নারায়নগঞ্জের রূপগঞ্জে চাঞ্চল্যকর সাদমান হত্যা মামলার প্রধান আসামী আবু নাসেরকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) তাকে গ্রেফতার করা হয়েছে । তিনি হত্যা মামলার পর ৭ বছর পলাতক ছিলেন।
সূত্রে জানা যায়,২০১৫ সালের ২১ শে ফেব্রুয়ারী পারিবারিক শত্রুতার জেরে সাদমান নামের এক স্কুল ছাত্রকে হত্যা করা হয়। এ হত্যার ঘটনায় নিহতর বাবা বাদী হয়ে আবু নাসেরকে প্রধান আসামীসহ আরো চার জনের নাম উল্লেখ করে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার অন্য আসামীরা হলেন,মাজেদা বেগম,আবু মাছুম,আবুল বাশার,শেখ মাহমুদ। এই মামলায় সকল নাসের ছাড়া সকলেই গ্রেফতার ছিলেন। তাদের ভিতর কয়েকজন জামিনে আছেন।
রূপগঞ্জ থানার ওসি এ এফ এম সায়েদ জানান, হত্যা মামলার প্রধান আসামি আবু নাসের দীর্ঘদিন আত্নগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে আজ তাকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি অন্য একটি চেক জালিয়াতি মামলার আসামী।
গ্রেফতারের পর তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮