মাকসুদুল হোসেন তুষার স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাত্রদলের পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি, জমি দখল, মাদক কারবার ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে মাসুদ ওরফে কাইল্যা মাসুদ বাহিনীর বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী।
সোমবার (০৫ মে) দুপুরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ৫ নং ক্যানেল এলাকার ঢাকা সিলেট মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন,মাসুদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় নানা অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। ছাত্রদল পরিচয়ে দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছে। সে নিরীহ মানুষের জমি দখল,ঘরবাড়ি ভাঙচুর, চাঁদাবাজি, মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। গত শনিবার ০৩ মে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ৬নং ওয়ার্ড নাগেরবাগ এলাকায় তার সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে যুবদল নেতা অলি,শাহাজালাল,শাওনসহ ৫ টি বসত বাড়িঘরে হামলা চালায়। এবং যুবদল নেতা অলির বাড়িতে পর পর তিন দিন হামলা করে হত্যার হুমকি দেয় তাদের বাড়িতে তার উদ্দেশ্যে গুলি করে।
ওই এলাকার দোকানপাটে ভাংচুর করে ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করে চাঁদার টাকা না দেওয়ায় ওই এলাকার কয়েকজনকে কুপিয়ে গুরুতর আহত করেন ।
বক্তারা আরো বলেন, এই বাহিনীর নেতৃত্বে এলাকার নিরীহ জনগণ প্রতিনিয়ত ভয়ে থাকে। তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান, দ্রুত কাইল্যা মাসুদকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড সমাজের জন্য হুমকি উল্লেখ করে তারা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮