প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ২:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৭, ২০২৪, ১:২৬ পি.এম
রূপগঞ্জে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সভা- মিলাদ মাহফিল।।
রূপগঞ্জ -নারায়ণগঞ্জ- প্রতিনিধি।।
সন্ত্রাস- নৈরাজ্য- সংখ্যালঘুদের উপর হামলা ভাংচুর লুটপাটের প্রতিবাদে সভা- বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ছাত্র-জনতার রুহের মাগফেরাত ও বেগম খালেদা জিয়ার রোগমুক্তিতে মিলাদ মাহফিল দোয়ার আয়োজন করা হয়। গতকাল ১৭আগষ্ট শনিবার রূপগঞ্জ উপজেলা বিএনপি ঢাকা-সিলেট মহাসড়কের তারাবো পৌরসভার রূপসী এলাকায় এ কর্মসূচি পালন করে। সভায় সভাপতিত্ব করেন তারাবো পৌরসভার বিএনপির সাবেক সদস্য সচিব জাকির হোসেন রিপন।
সভায় বক্তব্য রাখেন বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও বিজিএমই’র সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান- নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুর রহমান- কাঞ্চণ পৌরসভার কাউন্সিলর হামিদুল হক খান- বিএনপি নেতা আব্দুল হালিম- এডভোকেট আমিরুল ইসলাম ইমন- আব্দুল মান্নান পারভেজ- আব্দুল জলিল- রমজান হোসেন- আব্দুল জলিল ভেন্ডার- আবু মোহাম্মদ মাসুম- আজিম সরকার- সুলতান মাহমুদ- আক্তার হোসেন ভুঁইয়া- জজ মিয়া- রাজিব আহম্মদ ও হাওয়া বেগম প্রমুখ।
সভায় বক্তারা বলেন- রূপগঞ্জ উপজেলা বিএনপি- অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কেউ কোন প্রকার ভাংচুর- লুটপাট- বিশৃঙ্খলা ও মন্দিরে হামলা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন- শহীদ ছাত্র-জনতার রুহের মাগফেরাত ও বেগম খালেদা জিয়ার রোগমুক্তিতে মিলাদ মাহফিল দোয়ার আয়োজন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে তারা তারাবো পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২