প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ৬:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৪, ২০২৪, ১২:১৮ পি.এম
রূপগঞ্জে শ্রমিক দলের উদ্যোগে আলোচনা সভা দোয়া
মোঃআবু কাওছার মিঠু
নারায়ণগঞ্জ-জেলা প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে শ্রমিক দলের উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের আত্মার মাগফেরাত- আহত শিক্ষার্থী ও বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আলোচনা সভা, কোরআন তিলাওয়াত, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৪ আগস্ট শনিবার উপজেলার ভুলতা ইউনিয়নের ছোনাবো এলাকায় এ অনুষ্ঠান হয়। ভুলতা ইউনিয়ন শ্রমিক দলের আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ থানা বিএনপির সহ সভাপতি ও ভুলতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জলি।
সভায় বক্তব্য রাখেন- রূপগঞ্জ উপজেলা শ্রমিকদলের সভাপতি কাজী শাহ আলম কনক- সাধারণ সম্পাদক হাজিবর, যুগ্ম আহবায়ক বাদল- নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি শফিউল আলম রাজু- ভুলতা ইউনিয়ন যুবদলের সভাপতি নুর হোসেন নুরু- নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন দেওয়ান, গোলাকান্দাইল ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি সাদেক মাস্টার- সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক- মুড়াপাড়া ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি দুলাল- সাধারণ সম্পাদক আলেক চান, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন ভুলতা ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি মিজান মিয়া- সাধারণ সম্পাদক ইব্রাহিম- রূপগঞ্জ ইউনিয়ন শ্রমিকদলের ওমর আলী, সাধারণ সম্পাদক শরীফ মিয়া- কায়েতপাড়া ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি মোঃ ফারুক- চনপাড়া ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি সিদ্দিক- সাধারণ সম্পাদক রোবেল।
পরে সকল ছাত্র আন্দোলনের সকল শহীদদের আত্মার মাগফেরাত- আহত শিক্ষার্থী ও বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে সকলের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২