প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১২, ২০২৫, ৫:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৮, ২০২৪, ৯:০৭ এ.এম
রূপগঞ্জে শিক্ষার্থীদের ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ ও পরিচ্ছন্নতা কর্মসূচী।।
প্রতিনিধি- নারায়ণগঞ্জ।।
দেশ ব্যাপি বৈষম্যবিরোধী ছাত্রদের কর্মসূচীর অংশ হিসাবে রূপগঞ্জেও ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ ও পরিচ্ছন্নতা কর্মসূচী পালন করা হয়েছে। গতকাল ৮ আগষ্ট বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত এ কর্মসূচী পালন করা হয়।
ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা- গোলাকান্দাইল- বরপা- কাঞ্চন- তারাবো- মুড়াপাড়াসহ বেশ কয়েকটি এলাকার রাস্তা-ঘাটের ময়লা আবর্জনা পরিস্কার করে লোকজনদেরকে এ বিষয়ে সচেতন হওয়ার পরামর্শ দেন শিক্ষার্থীরা। সুশৃঙ্খলভাবে যানবাহন চলাচল ও যানজট নিরসনে কাজ করছে শিক্ষার্থীরা। এ সময় ভুলতা স্কুল এন্ড কলেজ- কাঞ্চন সলিমুদ্দিন চৌধুরী কলেজ- পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজ- হাজী নূরউদ্দিন আহম্মেদ উচ্চ বিদ্যালয়সহ রূপগঞ্জের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ ও পরিচ্ছন্নতা কর্মসূচীতে অংশগ্রহন করে।
ট্রাক চালক শহিদুল্লাহ মিয়া বলেন- সড়কে ট্রাফিক না থাকায় খুবই যানজট হচ্ছিল। ছাত্ররা এখন খুব সুন্দরভাবে দায়িত্ব পালন করছে। এদের দেখে বোঝার উপায় নেই তারা ছাত্র। মনে হচ্ছে তারা প্রশিক্ষণ নিয়ে মাঠে নেমেছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা ঘোষণা দিয়েছেন- শিক্ষার্থীদের সাধারণ মানুষের পাশে থাকতে হবে। তাদের ডাকে আন্দোলনের শুরু থেকে সাধারণ শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসে আন্দোলনকে সফল করেছে। সামনেও কেন্দ্রীয় প্রতিটি নির্দেশনা বাস্তবায়ন করার আহবান জানান সমন্বয়করা
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২