প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩১, ২০২৫, ৮:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৪, ২:৪৬ পি.এম
রূপগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার পরিবারের অভিযোগ হত্যা।।

মোঃআবু কাওছার মিঠু
নারায়ণগঞ্জ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সোহেল -৪২- নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে উপজেলার ভুলতা ইউনিয়নের ডিসপুরি ইসলামপুর অলিউল্লার ভাড়াটিয়া বাড়ির দুই তালা বিল্ডিং রুম থেকে জানালায় ঝুলন্ত অবস্থায় এ লাশ উদ্ধার করা হয়।
পরিবারের অভিযোগ তাকে হত্যা করে লাশ জানালার সাথে ঝুলিয়ে রাখা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে পুলিশ ফাঁড়ির এসআই জহিরুল ইসলাম জানায়- শুক্রবার সকালে সোহেল মিয়া নামে এক যুবকের লাশ ঝুলে থাকতে দেখে- পুলিশে খবর দেয় এলাকাবাসী । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দুতলা বিল্ডিং এর এক রুমের জানালায় ঝুলন্ত অবস্থায় থাকা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। লাশের ময়নাতদন্তের রিপোর্ট এলে জানা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।
নিহত সোহেল মিয়া ভুলতা ইউনিয়নের ভায়েলা গ্রামের আহসান উল্লাহ মিয়ার এর ছেলে-
স্বজন ও এলাকাবাসী জানায়- সোহেল মিয়া সুদের টাকা ও মাদকের সাথে জড়িত ছিলো মানুষকে সুদের বিনিময়ে টাকা দিতেন মূলত পাওনা টাকা ও মাদককে কেন্দ্র করেই সোহেলকে হত্যা করা হয়েছে বলে তাদের ধারণা।
জানা যায় নিহত সোহেল মিয়া দীর্ঘদিন যাবৎ ডিসপুরি ইসলামপুরের অলিউল্লাহর বাড়িতে ভাড়া থাকতেন। গতকাল রাত ১১ টার সময় বাড়ির মালিক ও আশে পাশের রুমের ভাড়াটিয়াদের সাথে কথাও বলেন, সকাল নয়টার সময় তার রুমে দরজা খোলা অবস্থায় দেখতে পেয়ে পাশের রুমের ভাড়াটিয়ারা পুলিশের খবর দেন। ধারনা করা হচ্ছে ভোররাতের দিকে তাকে হত্যা করা হয়েছে।এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছে স্বজন ও এলাকাবাসী।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২