মাকসুদুল হোসেন তুষার স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জে রূপগঞ্জ উপজেলায় মোবাইল কোটের মাধ্যমে ৯০০ শ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন তিতাস কতৃপক্ষরা।
৭ জুলাই সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে গোলাকান্দাইল ইউনিয়নে হার্ভেস্ট গার্মেন্টস এর অপজিটে ও কর্ণগোপ মাছরাঙা কয়েল ফ্যাক্টরি ৩ টি স্পটে ৪০০ শ বাড়ির ৯০০ শ অবৈধ চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন।
এ সময় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান ও ম্যানেজার জিয়াদ এর নেতৃত্বে অভিযান পরিচালনা করেন।
বি দ্র প্রতিটি লাইনের উৎস পয়েন্ট থেকে কিলিং ক্যাপিং করা হয়েছে।
এ সময় তিতাস কতৃপক্ষরা বলেন, রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান পরিচালনা অব্যাহত আছে যেখানেই অবৈধ সংযোগ পাওয়া যাবে সেখানেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮