মাকসুদুল হোসেন তুষার স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জে রূপগঞ্জ উপজেলায় তারাব পৌরসভায় মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন ও ৪০হাজার টাকা জরিমানা করেন তিতাস কতৃপক্ষরা।
২১ মে বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত বরপা এলাকায় অভিযান চালিয়ে ৩ টি স্পটে ভ্রাম্যমান আদালত কর্তৃক অবৈধ গ্যাস ব্যবহারের কারণে ১০০ টি বাড়ির ২৫০ টি চুলা সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এবং প্রিন্স রেস্তোরাঁ চায়নিজ এন্ড পার্টি সেন্টারকে ২০০০০ টাকা ও ধানসিঁড়ি রেস্তোরাঁকে ২০০০০/- টাকা জরিমানা করা হয়।
এ সময় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট হাছিবুর রহমান এর নেতৃত্বে উচ্ছেদ অভিযান করেন করেন।
আরো উপস্থিত ছিলেন, জোনাল বিক্রয় অফিস রুপগঞ্জ এর ম্যানেজার প্রকৌ. মোঃ জাহিদুল ইসলাম, জোনাল বিক্রয় অফিস আড়াইহাজার এর ম্যানেজার
প্রকৌ. মোঃ রায়হান কবির ,
রুপগঞ্জ রাজস্ব শাখার ম্যানেজার জগদীশ চন্দ্র।
উচ্ছেদকৃত পাইপ: ৩/৪" ডায়া পাইপ ১০ ফুট ও ১ টি রেগুলেটর
উচ্ছেদকৃত পাইপ: ২" ডায়া পাইপ ৪০ ফুট।
এ সময় তিতাস কতৃপক্ষরা বলেন, রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান অব্যাহত আছে যেখানেই অবৈধ সংযোগ পাওয়া যাবে সেখানেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮