স্টাফ রিপোর্টার,
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে তানভীর হাসান মিলন নামে এক ব্যবসায়ী । বৃহস্পতিবার দুপুরে উপজেলার তারাব পৌরসভার রূপসী প্রিমা টাওয়ারে সাংবাদিক কার্যালয়ে তিনি এ সংবাদ সম্মেলন করেন।
এসময় তানভীর হাসান মিলন বলেন, আমি একজন ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে সুনামের সাথে এশিয়ান ট্রেডার্স নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছি। স্থানীয় যুবলীগ নেতা রায়হান কবির সুমন আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে আমার জমি জোর পূর্বক দখল করে রেখেছিল। এটা নিয়ে সুমনের সঙ্গে আমার বিরোধ সৃষ্টি হয়। এ বিরোধের জের ধরে সুমন সন্ত্রাসী বাহিনী নিয়ে আমার বাড়িতে হামলা ও গুলি চালায়। এ ঘটনায় আমি রূপগঞ্জ থানায় মামলা দায়ের করি। মামলা উঠিয়ে নিতে সুমন আমাকে হুমকি ধামকি দিতে থাকে। গত ৫ ই আগষ্টের পর সুমন বিদেশে পালিয়ে যায়। সুমন বিদেশে থেকে আমার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করতে থাকে। কয়েকদিন আগে আমার বিরুদ্ধে গোয়েন্দা ডায়েরী নামে একটি সাপ্তাহিক পত্রিকায় একটি মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করে। আমি এ ঘটনার প্রতিবাদ জানাচ্ছি। আমি যুবলীগ নেতা সুমন ও সংশ্লিষ্ট পত্রিকার বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করবো। এছাড়া সুমনের নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যাসমামলা রয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮