প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৬, ২০২৪, ৯:১০ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৩, ২০২৪, ৭:৩৯ এ.এম
রূপগঞ্জে মাদক চাঁদাবাজ সন্ত্রাসীদের প্রতিহত করতে এলাকাবাসীর মতবিনিময়।।
এস এম রনি
রূপগঞ্জ স্টাফ রিপোর্টার।।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক- সন্ত্রাস ও চাঁদাবাজদের প্রতিহত করতে বিএনপি নেতাকর্মী- ও এলাকার গণ্যমান্যব্যক্তিবর্গের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ নভেম্বর মঙ্গলবার বিকেলে উপজেলার ভুলতা ইউনিয়নের পাড়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ মতবিনিময় সভা হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ভুলতা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি আসাদুজ্জামান ভুইয়া নাসিম। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
উপজেলা বিএনপি নেতা সেকান্দার আলী- হাজিবুর রহমান- শফিউদ্দিন প্রদান- শরীফ মিয়া নুরুল আমিন- নুরুজ্জামান প্রমুখ।
সভায় বক্তারা বলেন- রূপগঞ্জে কোনো মাদক- চাঁদাবাজ ও সন্ত্রাসদের কোনো জায়গা নাই। তারা যতই শক্তিশালী হোক না কেনো। তাদেরকে আমরা প্রতিহত করবো। বিগত দিনে আওয়ামী সন্ত্রাসীরা এ পাড়াগাঁওসহ রূপগঞ্জের বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড চালিয়েছে। তারা পুরো এলাকায় মাদক ছড়িয়ে দিয়েছে। রূপগঞ্জ থেকে ঢাকায় মাদক প্রাচার করতো। আওয়ামী সন্ত্রাসীরা এলাকার নিরীহ মানুষের উপর অত্যাচার করতো। তারা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজী করতো। এ আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে এলাকার সকলে রুখে দাড়াতে হবে। এ রূপগঞ্জে যেন আর কোনো সন্ত্রাসী কর্মকান্ড না হয় সেই জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২