মাকসুদুল হোসেন তুষার,
মহান বিজয় দিবস'' বাংলাদেশে প্রতিবছর১৬ ই ডিসেম্বর পালিত হয় এই দিবসটি। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তান সশস্ত্র বাহিনীর পরাজয় এবং বাংলাদেশের স্বাধীনতা অর্জনের স্মরণে এই দিবসটি উদযাপন করা হয়।
তারই ধারাবাহিকতায় সেই সকল বীর শহীদের প্রতি শ্রদ্ধা রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জে কিডস ইন্টারন্যাশনাল স্কুলে দিবসটি উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৬-ডিসেম্বর) সকাল থেকে উপজেলার ভুলতা ইউনিয়নের কিডস ইন্টারন্যাশনাল স্কুল মাঠে এসকল অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্কুলের পরিচালক আবু বকর সিদ্দিক লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্কুলের অধ্যক্ষ শরিফ মিয়া, সহকারী অধ্যক্ষ আকলিমা আক্তার, সহকারী শিক্ষক রোমানা আক্তার, কামরুন্নাহার, বুলি মল্লিক আখি, নাসরিন আক্তার, স্নিগ্ধা আক্তার, রাকিবুল হাসান রনী, এহসান উল্লাহ্ সহ আরো অনেকে।
এসময় স্কুলের পরিচালক আবু বকর সিদ্দিক লিটন বলেন, দিনটি আমাদের জাতীয় গৌরবের প্রতীক, স্বাধীনতার চূড়ান্ত সাফল্যের স্মারক। বহু কষ্টে অর্জিত স্বাধীনতাকে নতুন প্রজন্মের জন্য একটি নিরাপদ সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে সবাই মিলে হাতে হাত রেখে এগিয়ে যেতে হবে।
অনুষ্ঠান শেষে চিত্রাঙ্গন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্র ছাত্রীদের মাঝে পুরষ্কান বিতরণ করা হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮