মাকসুদুল হোসেন তুষার,
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্রীল ও ভেন্টিলেটর ভেঙ্গে মনজুর হোসেন নামে এক ব্যবসায়ীর বাড়িতে থেকে ১ কোটি ৮ লাখ টাকা মূল্যের ৫০ ভরি স্বর্ণালংকার ও নগদ দেড় লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। উপজেলার বাড়িয়াছনি এলাকায় এ চুরির ঘটনা ঘটে। বুধবার বিকেলে ব্যবসায়ী মনজুর হোসেন বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দেন।
মনজুর হোসেন জানান, গত ২০ ডিসেম্বর তিনি তার স্ত্রী ও সন্তান বাড়িয়াছনি বাড়িতে তালা দিয়ে ঢাকা শশুর বাড়িতে চলেন। তারা বুধবার বেলা ১১ টার দিকে মনজুর হোসেন স্ত্রী সন্তান নিয়ে বাড়ি ফিরে দেখেন বাড়ির জানালার গ্রীল ও ভেন্টিলেটর ভেঙ্গে ১ কোটি ৮ লাখ টাকার ৫০ ভরি স্বর্ণালংকার ও নগদ দেড় লাখ টাকা টাকা চুরি করে নিয়ে যায় চোরের দল। ধারণা করা হচ্ছে ২০ থেকে ২৪ ডিসেম্বরের মাঝে যেকোন চোরের দল এ চুরির ঘটনা ঘটায় বলে ধারণা করা হচ্ছে।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, এ ধরনের অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮