এস এম রনি, স্টাফ রিপোর্টার:
বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ, দোয়া মাহফিল ও শোকসভার আয়োজন করা হয়েছে। মুড়াপাড়া বাজার কমিটির উদ্যোগে আজ ৫ জানুয়ারি সোমবার বিকালে মুড়াপাড়া বাজার চালপট্টিতে আয়োজিত শোকসভায় সভাপতিত্ব করেন বাজার কমিটির সভাপতি ও মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইদুর রহমান। সভায় বক্তব্য রাখেন বাজার কমিটির সাধারণ সম্পাদক ও মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদ ভুঁইয়া, মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি মো: কামাল হোসেন, সাধারণ সম্পাদক উবায়দুর রহমান রকি,ব্যবসায়ী মজিবুর রহমান, বাবুল হোসেন, মোশারফ হোসেন,দিগেন বিশ্বাস,লক্ষী নারায়ণ সাহা,শফিকুল ইসলাম, শ্রমিক দল নেতা কনক,ডা. সালাউদ্দিন, আমির হোসেন, আমজাদ হোসেন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, এখন থেকে চাঁদাবাজ, সন্ত্রাসী,নৈরাজ্যকারীদের প্রতিহত করতে মুড়াপাড়া বাজারের প্রত্যেক দোকানে বাঁশি ও লাঠি রাখা হবে। পরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮