প্রিন্ট এর তারিখঃ জুলাই ৩, ২০২৫, ৭:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৮, ২০২৫, ৭:৪১ পি.এম
রূপগঞ্জে বিপুল পরিমান গাজা ও ফেন্সিডিলসহ গ্রেফতার।।

মোঃ আবু কাওছার মিঠু
নারায়ণগঞ্জ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৫ কেজি গাজা ও ৫০ বোতল ফেন্সিডিলসহ নাজমা বেগম নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাতে উপজেলার ভুলতা ইউনিয়নের লাভরাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত- নাজমা বেগম লাভরাপাড়া এলাকার নাঈম মিয়ার স্ত্রী।
রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান- গত রাত ১ টার দিকে লাভরাপাড়া এলাকায় পুলিশ অভিযান চালায়। এসময় নাঈম মিয়ার বসতঘরে তল্লাশী চালিয়ে ৫ কেজি গাজা ও ৫০ কেজি ফেন্সিডিল উদ্ধার করে। এসময় গ্রেপ্তার করা হয় নাঈমের স্ত্রী নাজমা বেগমকে।
এ ঘটনায় রূপগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার দুপুরে গ্রেপ্তারকৃতকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২