মাহবুবুর রহমান (শান্ত):
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক বাসায় সশস্ত্র গ্যাংয়ের হামলার অভিযোগ উঠেছে। ১৭ জুলাই রাত ৮টার দিকে রূপগঞ্জের একটি এলাকায় এই ঘটনা ঘটে বলে জানায় ভুক্তভোগী পরিবার।
ভুক্তভোগী জানান, অভিযুক্ত হৃদয় এবং তার সহযোগীরা দলবদ্ধভাবে বাসায় হামলা চালায়। তারা দেশীয় অস্ত্র—ছুরি ও চাপাতি নিয়ে ঘরে প্রবেশ করে বাড়ির আসবাবপত্র ভাঙচুর করে। হামলায় ভুক্তভোগীর বোন, শ্বশুর ও শাশুড়িকে মারধর করে আহত করা হয়। এর মধ্যে রিতু আক্তার নামের এক নারী ছুরিকাঘাতে গুরুতর আহত হন।
ভুক্তভোগীর দাবি, হামলাকারীরা ঘরে ঢুকে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুটে নেয়। তারা বাসায় তাণ্ডব চালিয়ে ঘরবাড়ি লণ্ডভণ্ড করে ফেলে।
এই ঘটনায় রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জানিয়েছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার ও হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮