প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৬, ২০২৪, ৭:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৩, ২০২৪, ৯:০৪ এ.এম
রূপগঞ্জে পূর্বাচল লেকের পাড় থেকে পলিথিনে মোড়ানো খন্ড বিখন্ড মরদেহ উদ্ধার।।
মোঃ আবু কাওছার মিঠু
নারায়ণগঞ্জ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল উপশহরের ৫ নম্বর সেক্টরের লেকের পাড় থেকে ৩ টি পলিথিনের বস্তায় ভর্তি অজ্ঞাত নামা যু্বকের -৪০- শরীরের বিভিন্ন অংশের ৭ টি অংশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে উপজেলার কাঞ্চন-কুড়িল বিশ্বরোড সড়কের উত্তর পাশে ৫ নম্বর সেক্টরের ব্রাক্ষণখালী এলাকায় লেকের পাড় থেকে এ খন্ড বিখন্ড শরীরের এসব অংশ উদ্ধার করা হয়।
রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান- সকাল ৮ টার দিকে পূর্বাচলের ৫ নম্বর সেক্টরের লেকের পাড়ে ৩ টি কালো পলিথিনে বস্তা পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে এক এক করে পলিথিনের বস্তাগুলো খুললে একজন পুরুষের শরীরের মাথা- দুইটি হাত- শরীরের পিছনের অংশ- নাড়ি ভুড়ি- বাম পা- বাম উড়ুর কাটা অংশ উদ্ধার করে।
ওসি আরো জানান- প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ২- ৩ দিন পূর্বে দুর্বৃত্তরা যুবককে হত্যা করে তার মরদেহ খন্ড বিখন্ড করে ৩টি পলিথিনের বস্তায় ভর্তি করে গতকাল রাতের যেকোন সময় পূর্বাচলে লেকের পাড়ে ফেরে রেখে গেছে।
তবে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় এখনো সনাক্ত করা যায়নি।
পরিচয় সনাক্তের জন্য সিআইডি একটি দল ঘটনাস্থলে আসতেছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২