প্রিন্ট এর তারিখঃ মার্চ ১২, ২০২৫, ১২:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৯, ২০২৫, ৯:৩০ পি.এম
রূপগঞ্জে ধর্ষণের প্রতিবাদে ও নিপীড়ন বন্ধের দাবিতে মানববন্ধন

মোঃ আবু কাওছার মিঠু নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের প্রগতি এসোসিয়েশন বাংলাদেশ-পিএবি- ও আলোর কাফেলা সামাজিক সংগঠনের উদ্যোগে সারাদেশে অব্যাহত ধর্ষণের প্রতিবাদে ও নারী নিপীড়ন বন্ধের দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল ৯মার্চ রবিবার রূপগঞ্জ উপজেলা কমপ্লেক্সের সামনে তারা এ মানববন্ধন করে।
সরকারি মুড়াপাড়া কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধন পূর্বক আয়োজিত সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশন রূপগঞ্জ আঞ্চলিক শাখার জেনারেল সেক্রেটারী ঢালী মো: সুমন, নি:স্বার্থ সমাজকল্যাণ যুব সংগঠনের উপদেষ্টা শাহেল মাহমুদ, একতা ব্লাড ও সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক গোলাম শহিদুল্লাহ, আলোর কাফেলা সামাজিক সংগঠনের সভাপতি আবু বকর সিদ্দিক, প্রগতি এসোসিয়েশন বাংলাদেশ-পিএবি- এর সাধারণ সম্পাদক সজিব মিয়া প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ধর্ষণের ঘটনায় দোষীদের বিরুদ্ধে দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর আইন প্রণয়ন ও প্রয়োগ করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান, কর্মক্ষেত্র ও গণপরিবহনে নারীদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করতে হবে। ধর্ষণের শিকার নারীদের জন্য মানসিক, আইনি ও অর্থনৈতিক সহায়তা নিশ্চিত করতে হবে।
সামাজিক-পারিবারিক শিক্ষা, সচেতনতা বৃদ্ধি ও প্রচার-প্রচারণা কার্যক্রম জোরদার করতে হবে। তবেই নারীদের নিপীড়ন ও ধর্ষণ বন্ধ হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২