
মাকসুদুল হোসেন তুষার,
নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই মাদক ব্যবসায়ীকে ৪২ পিছ ইয়াবা ট্যাবলেটসহ গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ্য করেছে এলাকাবাসী। শুক্রবার সন্ধ্যায় উপজেলার তারাব পৌরসভার মৈকুলী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার খিদিরপুর এলাকার শাহ-আলমের ছেলে রাজীব ও একই এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে রায়হান।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল করিম বলেন, স্থানীয়রা মৈকুলী এলাকা থেকে রাজীব ও রায়হান নামে দুই মাদক ব্যবসায়ীকে ৪২ পিছ ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। পরে তারা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে তাদের গ্রেপ্তার করে নিয়ে যায়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণে মামলা হবে। গ্রেপ্তারকৃতরা মৈকুলী এলাকার মাদকের ডিলার আলী আজগরের মাদক বিভিন্ন স্থানে খুচরা বিক্রি করে বলে স্বীকারোক্তি দিয়েছে।