মোঃ আবু কাওছার মিঠু, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সরকারি মুড়াপাড়া কলেজ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের সদস্য ইস্রাফিল হোসেন(২৫) নামের এক যুবককে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। গতকাল ২৮ অক্টোবর বুধবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার হাটাবো পারটেক্স সুগার মিলের সামনের রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে রামদা, ছোরাসহ বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। ইস্রাফিল হোসেন উপজেলার হাটাবো গ্রামের মফিজুল মিয়ার ছেলে। মুড়াপাড়া কলেজ এলাকায় ডাকাতি করতে যাওয়ার পথে সে পুলিশের কাছে ধরা পড়ে স্বীকার করেছে ।
রূপগঞ্জ থানা এসআই নাজিম উদ্দিন জানান, সরকারি মুড়াপাড়া কলেজ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে ইস্রাফিল হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ওয়ারেন্ট ও রূপগঞ্জ থানায় ছাত্রদল নেতাকে হত্যার চেষ্টা মামলাসহ একাধিক মামলা রয়েছে। ইস্রাফিল হোসেনকে সাত দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮