এন বি আকাশ,
নারায়ণগঞ্জের রূপগঞ্জে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে গণঅধিকার পরিষদের ট্রাক মার্কার প্রচারণা শুরু করেছেন দলটির মনোনীত নারায়ণগঞ্জ -১ রূপগঞ্জ আসনের প্রার্থী ওয়াসিম উদ্দিন।
শুক্রবার (২৩ জানুয়ারি) জুম্মার নামাজ শেষে উপজেলার কাঞ্চন, মায়ারবাড়ি ও রানিপুরা এলাকায় লিফলেট ও হ্যান্ডবিল বিতরণ করেন তিনি।
এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন ফেব্রুয়ারির ১২ তারিখ সারাদিন ট্রাক মার্কায় ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।
প্রচারণাকালে ওয়াসিম উদ্দিন বলেন, এই নির্বাচন দেশের ভবিষ্যৎ নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ সুযোগ। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও সুষ্ঠু গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ট্রাক মার্কায় ভোট ও পাশাপাশি গণভোটের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে।
তিনি আরও বলেন, গণঅধিকার পরিষদ জনগণের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করতে রাজপথে আন্দোলনের পাশাপাশি নির্বাচনী মাঠেও সক্রিয় রয়েছে। জনগণের স্বতঃস্ফূর্ত সাড়া প্রমাণ করে, মানুষ পরিবর্তন চায় এবং ট্রাক মার্কাই সেই পরিবর্তনের প্রতীক।
এ সময় তাঁর সঙ্গে গণঅধিকার পরিষদের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণ করেন এবং পথসভা ও সংক্ষিপ্ত মতবিনিময়ের মাধ্যমে ভোটারদের ট্রাক মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮