মোঃ রাকিবুল ইসলাম, পূর্বাচল প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জের সদর ইউনিয়নের টেকনোয়াদ্দা এলাকায় জজ মিয়া নামে এক ব্যবসায়ীর বাড়ির ঘরে দখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। এমনকি ঐ ব্যবসায়ী ও তার পরিবারকে বিভিন্নভাবে হুমকি প্রদান করছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে চরম আতংকে রয়েছে ব্যবসায়ী ও তার পরিবারের লোকজন।
ব্যবসায়ী জজ মিয়া জানায়, রূপগঞ্জের টেকনোয়াদ্দা মৌজায় তার ক্রয়কৃত জমির
৪৫ শতাংশ জমির সামনের রাস্তা ৫ ফুট থেকে ১০ ফুট প্রশস্ত করার জন্য তিনি লোকজন নিয়ে সোমবার বাউন্ডারি ওয়াল ভেঙ্গে ফেলেন। সেই সুযোগ পেয়ে রফিক নামে এক ব্যক্তি মঙ্গলবার সকালে সেখানে ৬ শতাংশ জমি দাবী করে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে ভাড়াটে সন্ত্রাসী দিয়ে জোরপূর্বক জমি দখলের চেষ্টা করে। এ সময় ব্যবসায়ী ও পরিবারের লোকজন বাধা দিলে সস্ত্রাসী তাদের বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদান করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, জমি নিয়ে দুইপক্ষের মধ্যে উত্তেজনার সংবাদ পেয়ে পুলিশ পাঠানো হয়েছে।
উভয়পক্ষ নিয়ে বসে দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা চলছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮