প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৮, ২০২৫, ২:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৭, ২০২৫, ৮:০৪ পি.এম
রূপগঞ্জে জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হাসান আলীর সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃআবু কাওছার মিঠু (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও রূপগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য আলহাজ্ব হাসান আলীর সুস্থতা ও রোগমুক্তি কামনায় একশত কোরআন খতম ও দোয়া মাহফিল করা হয়েছে। ২৬ আগস্ট মঙ্গলবার মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে উপজেলার মাছিমপুর জামিয়া ইসলামিয়া মাদরাসা ও এতিম খানা, ব্রাহ্মনগাও মাদরাসা, পাবই মাদরাসা, ঠাকুরবাড়ীটেক মাদরাসা, মঙ্গলখালী মাদরাসা, বাড়িপাড়া মাদরাসাসহ বিভিন্ন মসজিদ মাদরাসায় কোরআন খতম ও মিলাদ মাহফিল করা হয়। মাছিমপুর জামিয়া, ইসলামিয়া মাদরাসা ও এতিম খানায় জোহর নামাজের পর আলহাজ্ব হাসান আলীর সুস্থতা ও রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাছিমপুর জামিয়া ইসলামিয়া মাদরাসা ও এতিম খানার মুহতামিম মাওলানা মিজানুর রহমান খান।
বিভিন্ন মসজিদ মাদরাসায় মোনাজাতে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্স, মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক ওবায়দুল হোসেন রকি, যুবদল নেতা মোহাম্মদ আলী, কাজল, শাহীন মোল্লা, সোহরাবসহ আরো অনেকে।
বর্তমানে আলহাজ্ব হাসান আলী গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২