প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৪, ৫:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৩০, ২০২৪, ১০:২৬ এ.এম
রূপগঞ্জে জুয়েলারি ব্যবসায়ী হত্যা মামলায় গ্রেপ্তার ১।।
মোঃ আবু কাওছার মিঠু
নারায়ণগঞ্জ- প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার চরপাড়া এলাকার জুয়েলারি ব্যবসায়ী সোহেল আহম্মেদ-৩২- হত্যা মামলার আসামী কাশেম মিয়াকে-৪৫- গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৯নভেম্বর শুক্রবার রাতে উপজেলার কাঞ্চন পৌরসভার চরপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে চরপাড়া এলাকার মান্নানের ছেলে।
রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, গত ৪অক্টোবর রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার রানীপুরা বাজারের আতাউর মাষ্টারের মালিকানাধীন মার্কেটের সোহেলের জুয়েলার্সের দোকান থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের পিতা শফিউল্লাহ বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গত ৩অক্টোবর রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্বর্ণালংকার তৈরির কাজে ব্যবহৃত লোহার হাতুড়ি দিয়ে সোহেলের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই সে মৃত্যু বরণ করে ও পরে সে পালিয়ে যায় বলে কাশেম মিয়া পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। কাশেম মিয়াকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়ছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২