
মাকসুদুল হোসেন তুষার,
নারায়ণগঞ্জের রূপগঞ্জে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির উদ্যোগে এক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টায় তারাবো পৌর অডিটোরিয়ামে রূপগঞ্জ থানা শাখার আয়োজনে এ কনফারেন্সে স্থানীয় আলেম-ওলামা, সামাজিক ও ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মুসলমানদের মৌলিক আক্বিদা হলো আল্লাহ এক ও অদ্বিতীয় এবং মহানবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল। তাঁর পরে নতুন করে কেউ নবী-রাসূল হিসেবে আগমন করবেন না এবং কোনো ধরনের নবুওয়াত প্রাপ্ত হবেন না। এটি কুরআন, হাদীস, ইজমা ও কিয়াসের সর্বসম্মত সিদ্ধান্ত।
তারা অভিযোগ করে বলেন, তথাকথিত কাদিয়ানী বা আহমদিয়া সম্প্রদায় নিজেদের মুসলমান দাবি করলেও তাদের ভ্রান্ত বিশ্বাস মুসলিম সমাজে বিভক্তি সৃষ্টি করছে এবং সাধারণ মানুষের ঈমান নষ্ট করছে। এজন্য মুসলমানদের সতর্ক থাকার আহ্বান জানান বক্তারা।
সভায় কোরআন ও হাদীস থেকে খতমে নবুওয়াতের সুস্পষ্ট প্রমাণ তুলে ধরে বলা হয়, কুরআনের শতাধিক আয়াত এবং দুই শতাধিক হাদীসে শেষ নবী হিসেবে মুহাম্মাদ (স:) অবস্থান নিশ্চিত করা হয়েছে। এ বিশ্বাস অস্বীকার করা সরাসরি কুফরি।
বক্তারা আরো জানান, মুসলমানদের ঈমান রক্ষায় আগামী ১৫ নভেম্বর ২০২৫ তারিখে ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে খতমে নবুওয়াত আন্তর্জাতিক মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এ মহাসমাবেশ সফল করতে দেশের প্রতিটি অঞ্চলে প্রচার-প্রসার চালানো হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর, আমির খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাইখুল হাদিস আল্লামা আব্দুল কাদের সাহেব ও মাওলানা কামরুল হাসান সাহেব। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা রূপগঞ্জ। সভাপতিত্ব করেন মাওলানা জিয়াউর রহমান আমজাদী।