প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৮, ২০২৫, ১০:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৭, ২০২৫, ৮:০০ পি.এম
রূপগঞ্জে কিশোর রাকিব হত্যা ও দুই চাঁদাবাজি মামলার আসামি গ্রেফতার

মোঃ আবু কাওছার মিঠু রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল হাট সংলগ্ন কাঠপট্টি এলাকার কিশোর রাকিব হাসান(২১) হত্যা ও দুইটি চাঁদাবাজি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আফজাল হোসেন ভুঁইয়াকে(৩৫) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল ২৭ আগষ্ট বুধবার দুপুরে উপজেলার মঠেরঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে রূপগঞ্জের ভুলতা টেলাপাড়া এলাকার মৃত নায়েব আলী ভুঁইয়ার ছেলে।
রূপগঞ্জ থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আফজাল হোসেন ভুঁইয়ার বিরুদ্ধে দুইটি চাঁদাবাজি মামলার ওয়ারেন্ট রয়েছে। এছাড়া তিনি গোলাকান্দাইল এলাকার কিশোর রাকিব হত্যা মামলার পলাতক আসামি। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।
আসামিকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ দাবীকৃত চাঁদার টাকা না পেয়ে ২০২২ সালের ২১ সেপ্টেম্বর রাত সাড়ে আটটার দিকে কিশোর রাকিব হাসানকে কুপিয়ে হত্যা করা হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২