মাকসুদুল হোসেন তুষার,
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে নুরুল ইসলাম নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের নতুন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত নুরুল ইসলাম কিশোরগঞ্জ সদর থানাধীন রঘুনন্দনপুর এলাকার বাসিন্দা।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম জানান, গত ২ অক্টোবর রাতে গোলাকান্দাইল নতুন বাজার এলাকায় ১৩ বছরের এক কিশোরী বাড়ীর সামনে রাস্তায় গেলে নুরুল ইসলাম কৌশলে কিশোরীকে পাশের একটি নির্জন স্থানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় শিশুটি আত্মচিৎকার করলে বিষয়টি কাউকে না জানাতে ভয়ভীতি দেখায় নুরুল ইসলাম। পরে কিশোরী অসুস্থ্ হয়ে পড়ে। অসুস্থতার বিষয়ে জানতে চাইলে কিশোরী তার মাকে জানায় নুরুল ইসলাম নামের এক ব্যক্তি তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় মঙ্গলবার কিশোরীর বাবা বাদি হয়ে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে রাতেই অভিযুক্ত নুরুল ইসলামকে গোলাকান্দাইল নতুন বাজার এলাকা থেকে গ্রেপ্তার করেন৷ পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত নুরুল ইসলাম ধর্ষণের সত্যতা স্বীকার করে। কিশোরীকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতকে নারায়ণঞ্জ আদালতে পাঠানো হয়েছে
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮