প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ৩:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২০, ২০২৪, ৪:২৩ পি.এম
রূপগঞ্জে কর্মহীন যুবদের আত্মকর্মসংস্থানে আয়বর্ধকমূলক প্রশিক্ষণ।।
মোঃ আবু কাওছার মিঠু
নারায়ণগঞ্জ- প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রশাসন বিভিন্ন দপ্তরের সমন্বয়ে কর্মহীন বেকার যুবদের আত্মকর্মসংস্থানের জন্য আয়বর্ধকমূলক প্রশিক্ষণের আয়োজন করে। গতকাল ২০ডিসেম্বর শুক্রবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন ঢাকা জেলার অতিরিক্ত বিভাগীয় কমিশনার -সার্বিক- কে এম আলী আযম, উপজেলা সহকারী কমিশনার -ভূমি- তারিকুল ইসলাম- পূর্বাচল সার্কেলের সহকারী কমিশনার উবায়দুর রহমান শাহেল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ইসমাঈল- উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মাসুদ রানা- উপজেলা কৃষি অফিসার আফরোজা সুলতানা প্রমুখ।
কর্মশালয় তিন শতাধিক কর্মহীন বেকার যুবক ও যুবতী অংশ নেয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২