দৈনিক আজকের বাংলা।।
রূপগঞ্জে লকডাউন বাস্তবায়নে প্রথম দিনেই উপজেলা প্রশাসন ও পুলিশকে কঠোর অবস্থানে দেখা গেছে। ২২জুন মঙ্গলবার সকাল ৬ টা থেকেই ভুলতা ও গোলাকান্দাইল এলাকায় পুলিশকে লকডাউন পালনে কঠোর অবস্থানে দেখা গেছে। লকডাউনের সময় রাস্তায় নামে উপজেলা প্রশাসনে ইউএনও শাহ নূসরাত জাহান, এসি ল্যান্ড আতিকুল ইসলাম, হাইওয়ের পুলিশের টিআই সালাউদ্দিন, ভুলতা ফাঁড়ির ইনচার্জ নাজিম উদ্দীন মজুমদার ও উপজেলা প্রশাসনের স্বেচ্ছাসেবক রাকিক হাসান বাদল। এসময় ফুটপাতের ব্যবসায়ী উচ্ছেদসহ দুরপাল্লা যানবাহন ও রিকশা ভ্যান, লেগুনা, অটো রিকশা, সিএনজি, বেবী টেক্সি চলাচল বন্ধ করে দিতে দেখা গেছে। এসময় শাহ নূসরাত জাহান বলেন, লকডাউনের নিষেধাজ্ঞা অমান্য করার অপরাধে দুইটি বাসের চালককে মচলিকা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। এসময় ঐ এলাকার মার্কেটগুলো বন্ধ করে দেয়া হয়েছে। ইউএনও শাহ নূসরাত জাহান বলেন, লকডাউনের নির্দেশনা না মানলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮