প্রিন্ট এর তারিখঃ জুলাই ৩১, ২০২৫, ১১:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১, ২০২৫, ১২:৩১ পি.এম
রূপগঞ্জে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্রধান উপদেষ্টার আগমন ও অনুষ্ঠানের উদ্বোধন করেন।।

মোঃ আবু কাওছার মিঠু
নারায়ণগঞ্জ প্রতিনিধি।।
১ লা জানুয়ারী ২০২৫ইং তারিখে নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ উপজেলা পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে রপ্তানি উন্নয়ন ব্যুরো কর্তৃক আয়োজিত ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৫ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাণিজ্য মেলার উদ্বোধন করেন অন্তবর্তী কালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
এতে আরে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয় রুটিন দায়িত্বরত সচিব আব্দুর রহিম, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন- এফবিসিসিআই এর প্রশাসক মোঃ হাফিজুর রহমান প্রমূখ-
প্রধান অতিথির বক্তব্যে অন্তবর্তী কালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন- বাণিজ্য মেলা আমার প্রিয়। এই বানিজ্য মেলা মানুষকে আনন্দ দেয়। এতে মানুষ ব্যবসা বাণিজ্যের পাশাপাশি আনন্দও পায়। তিনি বলেন ছোট একটা দেশে আমরা ১৭ কোটি মানুষ বসবাস করি আর এর মধ্যে তারুণ্যের শক্তি রয়েছে। মানুষকে শ্রমিক না বলে পরিশ্রমের মাধ্যমে উদ্যোগি করা দরকার। বানিজ্য মেলা তারুণ্যের একট অংশ- তরূনরা অনেক কাজ করে কিন্তু তা ফুটে উঠে না- বানিজ্য মেলা তাদের এ প্রতিফলন ফুলিয়ে তোলা সম্ভব। তিনি বলেন উপজেলা থেকে তরুনরা প্রতিযোগিতার মাধ্যমে কেন্দ্রীয় বানিজ্য মেলা অংশ নেবে।
বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে দেশে বিশেষ ভূমিকা রাখছে। পন্যের পাশাপাশি সেবাখাত কে এগিয়ে আনার জন্য আমি আহবান জানাই। তিনি এ বছর ফার্নিচার পন্যকে বর্ষসেরা পন্য হিসাবে ঘোষণা করেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২