এন বি আকাশ, নিজস্ব প্রতিবেদক :
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরের বাঘবের গ্রামে অস্ত্র ঠেকিয়ে তিনটি গরু ও একটি খাসি লুট করে ডাকাতরা।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে সংঘটিত এ ঘটনায় ডাকাতদের হামলায় চারজন গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি স্থানীয়দের মাঝে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের অন্ধকারে দুইটি পিকআপ ভ্যানে করে ৭–৮ সদস্যের সংঘবদ্ধ ডাকাত দল কৃষক আব্দুল মোতালিব মিয়ার বাড়ি ঘিরে ফেলে। রামদা, লোহার রড, ছুরি ও আগ্নেয়াস্ত্রসহ সজ্জিত ডাকাতরা ঘর থেকে বের হওয়ার সাথে সাথেই মোতালিব মিয়াকে বন্দুক ঠেকিয়ে জিম্মি করে। পরে তার তিনটি গরু ও একটি খাসি পিকআপে তুলে নেয়।
এসময় পরিবারের সদস্য ও আশপাশের লোকজনের ডাক-চিৎকারে আশেপাশের মানুষ এগিয়ে এলে ডাকাতরা ক্ষিপ্ত হয়ে মোতালিব মিয়া (৫২), আলম মিয়া (৪৮), মনির হোসেন (45) ও গৃহবধূ ফাতেমা আক্তারকে (৪০) উপর্যুপরি ছুরিকাঘাত করে। গুরুতর আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতদের ফেলে যাওয়া একটি ছুরি উদ্ধার করা হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্তদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাঘবের ও আশপাশের এলাকার বাসিন্দারা অভিযোগ করে বলেন, সাম্প্রতিক সময়ে রূপগঞ্জে চুরি-ডাকাতির ঘটনা বেড়েই চলেছে। মাত্র এক সপ্তাহের মধ্যে কাঞ্চন, পূবেরগাঁওসহ অন্তত চারটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল ও তৎপরতা কমে যাওয়ায় ডাকাত দলের দৌরাত্ম্য বেড়ে গেছে বলে দাবি তাদের।
স্থানীয় এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, রাতে ঘুমানোর আগে এখন আর শান্তি নেই। কখন কোথায় ডাকাত দল হামলা করবে তা বলা যায় না। পুলিশকে বারবার জানালেও দৃশ্যমান উদ্যোগ আমরা পাচ্ছি না।
এলাকাবাসী দ্রুত টহল জোরদার, ডাকাত চক্রের গ্রেপ্তার এবং রাতের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮