প্রিন্ট এর তারিখঃ জুলাই ২, ২০২৫, ১০:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৩, ২০২৪, ১১:৫২ এ.এম
রূপগঞ্জের পূর্বাচল থেকে মানব দেহের কংকাল উদ্ধার।।

মোঃআবু কাওছার মিঠু
নারায়ণগঞ্জ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলের একটি ব্রীজের নিচ থেকে মানব দেহের কংকাল উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকালে পূর্বাচলের ১০ নম্বর সেক্টরের ৪ নম্বর ব্রীজের নিচ থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় এ কংকাল উদ্ধার কর হয়।
সড়কের নির্মান কাজে রত নিরাপত্তা কর্মী আবু তাহের জানান- দুপুরে ৪ নম্বর সেতুর উত্তর পাশে বসে বিশ্রাম করছেন। এসময় তিনি মাটির বাইরে কাপড় দেখতে পেয়ে তিনি কাপড় টেনে বের করলে মানুষের মাথার খুলি দেখতে পান। পরে তিনি পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মাটি খুড়ে কাপড়ে মোড়ানো অবস্থায় মাথার খুলিসহ ৪০ টি হাড় উদ্ধার করে।
এব্যাপারে রূপগঞ্জ থানার এসআই তৌহিদুজ্জামান বলেন- খবর পেয়ে ঘটনাস্থলে এসে মাটি খুড়ে কাপড়ে মোড়ানো অবস্থায় মানব দেহের ৪০ টি হাড়গোড় উদ্ধার করা হয়। পরিচয় সনাক্তের জন্য উদ্ধার হওয়া হাড়গুলো ফরেনসিক বিভাগে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২