প্রিন্ট এর তারিখঃ মার্চ ১২, ২০২৫, ৫:০২ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১০, ২০২৫, ১২:৪৩ পি.এম
রূপগঞ্জের পিতলগঞ্জ মোস্তফা ই-সুন্নিয়া দাখিল মাদরাসার এডহক কমিটির সভাপতি হলেন রনি ভূইয়া

মোঃ আবু কাওছার মিঠু, নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলার পিতলগঞ্জ পশ্চিমপাড়া মোস্তফা ই-সুন্নিয়া দাখিল মাদরাসার এডহক কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ রনি ভূইয়া। সম্প্রতি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে মোঃ রনি ভূইয়াকে কে সভাপতি,মোঃ দিদারুল ইসলাকে সাধারণ শিক্ষক সদস্য, মোঃ মজিবুর রহমানকে অভিভাবক সদস্য ও মাদরাসার ভারপ্রাপ্ত সুপার মোঃ মোকছেদুর রহমানকে সদস্য সচিব হিসেবে নির্বাচিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে এই এডহক কমিটির মেয়াদ ৬ মাস পর্যন্ত বলবৎ থাকবে বলে উল্লেখ করা হয়। এ মেয়াদে একটি নিয়মিত ম্যনেজিং কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়।
এ বিষয়ে মোঃ রনি ভূইয়া বলেন, বিগত সময়ে তো আমরা ছাত্রদের পাশে থেকে ছাত্রদের জন্য কোন কাজ করার সুযোগ পাইনি। এখন সুযোগ আসছে। মাদরাসার ছাত্রদের জন্য কিছু করতে চাই। আমি এই মাদরাসার ছাত্র ছিলাম। আমি ছাত্র হিসেবে যে সমস্যাগুলো দেখেছি, সেগুলো এখন সমাধান করবো। আমি যেন এই কাজ করতে পারি তাই সকলের কাছে দোয়া চাই।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২