এস চাঙমা সত্যজিৎ
বিশেষ প্রতিনিধি।।
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর সহসভাপতি নতুন কুমার চাকমা আজ সোমবার ২০ মার্চ ২০২৩ এক বিবৃতিতে বান্দরবানের রুমায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বম সম্প্রদায়ের ছয় (৬) জন নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
আজ সোমবার ২০ মার্চ ২০২৩ দুপুর দেড়টার দিকে রুমা-বগালেক সড়কের কমলাবাগান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে বম সম্প্রদায়ের পাঁচ নারীসহ ৬ জন নিহত ও আরও অন্তত ১৪ জন আহত হয়েছেন।
বিবৃতিতে ইউপিডিএফ নেতা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন এবং আহতদের সুচিকিৎসার দাবি জানিয়েছেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮