প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১২, ২০২৫, ১২:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১০, ২০২৪, ১২:৫৫ পি.এম
রুকন সম্মেলনে শপথ নিলেন বরিশাল মহানগরী আমির জহির উদ্দিন মোহাম্মদ বাবর: চলছে মজলিশে শূরা নির্বাচন।।
বিশেষ প্রতিবেদক।।
এটি একটি অন্যরকম অভিজ্ঞতা। কোনো কোলাহল নেই, নেই কোনো বিতর্ক বা কর্মী সমর্থকদের দৃষ্টি আকর্ষণের বাধ্যবাধকতা। এমনকি কোনো সাধারণ কর্মী বা সমর্থকদের উপস্থিত থাকারও নিয়ম নেই এই সম্মেলনে। শুধুমাত্র জেলা উপজেলা থেকে রুকন বা সদস্যরা এসে জড়ো হয়েছেন বরিশালের শিল্পকলা একাডেমি মিলনায়তনে। এখানে জামাত ইসলামী বাংলাদেশের বরিশাল জেলা ও মহানগর শাখার রুকন সম্মেলন চলছে। ব্যানারে লেখা আছে ২০২৫-২৬ এর নির্বাচিত মহানগরী আমীর এর শপথ অনুষ্ঠান এবং মহানগরী মজলিশে শূরা নির্বাচন উপলক্ষে রুকন সম্মেলন।
রুকন ময়নে সদস্য জানালেন জামায়াতে ইসলামী বরিশালের প্রচার বিভাগের সদস্য বায়েজিদ বোস্তামী। সদস্য ও কাউনিয়া থানা সেক্রেটারি আব্দুর রহমান বললেন- ৬০০ রুকন কর্মী বা সদস্য সরাসরি ভোটে নির্বাচিত করবে তাদের উপজেলা ও ওয়ার্ড প্রতিনিধি। আর এই ৬০০ নারী-পুরুষ সদস্যদের উপস্থিতিতেই শপথ বাক্য পাঠ করলেন বরিশাল মহানগরীর আমীর জহির উদ্দিন মুহাম্মদ বাবর। তিনি আগামী ২০২৫-২৬ এর জন্য পুনরায় আমীর নির্বাচিত হয়েছেন। ১০ নভেম্বর বিকেল ঠিক সাড়ে তিনটায় এই রুকন সম্মেলন শুরু হয়। প্রথমপর্বে শপথ বাক্য পাঠ এবং দ্বিতীয় পর্বে ভোটাভুটির মাধ্যমে শূরা নির্বাচন। প্রত্যেক নারী-পুরুষ দুটো করে ভোট দেবেন। মহিলারা প্রথমে ভাইদের ভোট দিয়ে নির্বাচিত করবেন। তারপর আবার নিজেদের মধ্যে ভোট দিয়ে শূরা বোনদের মধ্যে থেকে নির্বাচন করবেন। কিন্তু ভাইয়েরা বোনদের ভোট দেয়ার বিধান নেই। চমৎকার গুছালো একটি নির্বাচন প্রক্রিয়া। যেখানে নির্বাচিত প্রতিনিধি আগামী ২০২৬ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবেন। এখানে প্রতিবাদ বা দ্বন্দ্বের কোনো সুযোগ নেই বলে জানালেন অনুষ্ঠানের প্রধান অতিথি জামায়াতে ইসলামী বাংলাদেশ এর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াযযম হোসেন হেলাল। উপস্থিত ছিলেন নবনিযুক্ত জেলা আমীর মাওলানা আব্দুল জব্বার। তিনি গত ৯ নভেম্বর শপথ বাক্য পাঠ করেছেন।
মহানগর আমির ও কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবরের সভাপতিত্বে ও মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগরীর সহকারি সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান মহানগর কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাওলানা হাবিবুর রহমান- মাওলানা জয়নুল আবেদিন- মাওলানা শহিদুল ইসলাম- আবু আব্দুল্লাহ- মাওলানা হাসান আতিক- তারিকুল ইসলাম- মাওলানা শফিউল্লাহ তালুকদার- অধ্যাপক মাহফুজুর রহমান আমিন- মোহাম্মদ জাফর ইকবাল- মোস্তাফিজুর রহমান অধ্যাপক আনোয়ার হোসাইন- অধ্যাপক সুলতানুল আরেফিন- মুজিবুর রহমান- অ্যাডভোকেট আবুল খায়ের শহিদ প্রমুখ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২