প্রিন্ট এর তারিখঃ জুলাই ৬, ২০২৫, ৩:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৪, ১২:৫৩ পি.এম
রাস্তা কেটে যুবলীগ নেতার সবজি চাষ প্রতিবাদ করায় পিটিয়ে আহত তাঁতীদল নেতাকে।।

মোঃ মাসুদ রানা মনি
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি।।
লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার মেঘনা নদীর চর মেঘায় সরকারি রাস্তা কেটে সবজি চাষ করেছে যুবলীগ নেতা এরফান মোল্লা, তার ভাই শাহ আলম ও শাহ জালাল। রাস্তা কেটে সবজি চাষ করার প্রতিবাদ করায় তাঁতীদল নেতা হেলাল সরকারকে পিটিয়ে আহত করেছে ঐ যুবলীগ নেতা ও তার ভাইয়েরা। এ ঘটনায় শাহজালাল মোল্লা নামে এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ। আহত হেলাল সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার -২৩ ডিসেম্বর- সকালে সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে চররমনী গ্রামে এ ঘটনা ঘটে। হেলাল জানান তাকে পিটিয়ে মোটরসাইকেল, মোবাইল ও পকেটে থাকা টাকা নিয়ে গেছে অভিযুক্তরা।
খবর পেয়ে দুপুরে সদর উপজেলা -পশ্চিম- বিএনপির যুগ্ম-আহ্বায়ক রাব্বি এলাহি জহির, সাইদুর রহমান চৌধুরী ভুট্টু হাসপাতালে হেলালকে দেখতে যান।
গ্রেফতার শাহজালাল চররমনী মোহন ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি।
আহত হেলাল চররমনী মোহন ইউনিয়ন তাঁতীদলের সাধারণ সম্পাদক ও চররমনী গ্রামের মকবুল হোসেন সরকারের ছেলে।
জানা গেছে, কৃষকের কষ্ট লাঘবে নদীর বুকে জেগে ওঠা চরে সরকারিভাবে আখনকান্দি থেকে চরমেঘা পর্যন্ত ১৮ ফুট চওড়া সাড়ে ৪ কিলোমিটার একটি মাটির রাস্তা নির্মাণ করা হয়। রাস্তাটি ব্যবহার করে কৃষকরা সুবিধা পাচ্ছিলেন। সম্প্রতি যুবলীগ নেতা এফরান মোল্লা- তার ভাই শাহ আলম ও শাহজালাল মোল্লাসহ তাদের লোকজন জোরপূর্বক রাস্তা কেটে সমতল করে ফেলেন। পরে ওই রাস্তার এক কিলোমিটার চষে তারা সয়াবিন ও মরিচ আবাদ করেন। প্রতিবাদ করতে গেলে এফরানসহ তার লোকজন মানুষকে হত্যার হুমকি দিয়ে আসছেন। এ ঘটনার প্রতিবাদেরোববার-২২ডিসেম্বর-এলাকাবাসীর উদ্যোগে একটি মানববন্ধন করা হয়।
হাসপাতালে চিকিৎসাধীন হেলাল সরকার বলেন- রাস্তা চষে সবজি চাষের প্রতিবাদে মানববন্ধন করায় এফরানসহ তার ভাই শাহ আলম ও শাহজালাল মোল্লা লোকজন নিয়ে লাঠিসোঁটা দিয়ে আমাকে পিটিয়ে আহত করে। পরে আমার মোটরসাইকেল- মোবাইল ও পকেটে থাকা টাকা নিয়ে গেছে।
এ ঘটনায় বক্তব্য জানতে চররমনী মোহন ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য এফরান মোল্লার মোবাইল ফোনে একাধিকবার কল করলেও সংযোগ পাওয়া যায়নি।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- আব্দুল মোন্নাফ বলেন, মারামারির ঘটনায় শাহজালাল নামে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীরা মামলা করবেন। মামলার প্রস্তুতি চলছে। তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২