নাঈম ভূঁইয়া রায়পুরা প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরা উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে মামলায় ৫ জন দোকান মালিককে ১৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) উপজেলার শ্রীরামপুর বাজার, রায়পুরা বাজারসহ বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে ফুটপাত ও ব্রিজ দখল করে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদ করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান রুবেল।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনসাধারণের স্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮