
স্টাফ রিপোর্টার, কক্সবাজার
কক্সবাজারের রামুতে নয়ন বড়ুয়া (১৯) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।ঘটনাটি ঘটেছে রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনা বড়ুয়া পাড়া এলাকায়।
রবিবার (২৭ এপ্রিল) সকালে নিজ বাড়িতে ঝুলন্ত অবস্থায় নয়ন বড়ুয়ার মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা।
উখিয়ারঘোনা জ্যৌতবন বুদ্ধ বিহারের সাধারণ সম্পাদক ইমন বড়ুয়া ও ঐ এলাকার গ্রাম পুলিশ মোহাম্মদ ফোরকান এমন তথ্য নিশ্চিত করেছেন। খবর পেয়ে রামু থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নিহত নয়ন বড়ুয়া কাউয়ারখোপ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বড়ুয়া পাড়া এলাকার মৃত মিথুন বড়ুয়া ও বকুল বড়ুয়ার ছেলে। মৃত্যেুর কারন জানা যায়নি।
রামু থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত থেকে প্রাথমিক তদন্ত কার্যক্রম চালাচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।