 
     নুর মোহাম্মদ,কক্সবাজার:
নুর মোহাম্মদ,কক্সবাজার:
কক্সবাজারের রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের বাইপাস স্টেশনস্থ মেসার্স আল-আমিন স্টোর থেকে চুরি হওয়া ১৭ লাখ ৬৬ হাজার ৮শ ৩০ টাকার মালামালের মধ্যে ১২ লাখ টাকার মালামালসহ তিন চোরকে আটক করেছে রামু থানা পুলিশ।
আটককৃতরা উখিয়ার রাজাপালং মৌলভিপাড়ার মিজানুর রহমানের ছেলে মোঃ রুবেল (২৭) ও রাজাপালং ইউনিয়নের ফলিয়াপাড়ার আইয়ুব আলীর ছেলে নিজাম উদ্দিন (৩৪) ও সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের মাছূয়াখালী গ্রামের আব্দুস শুক্কুরের ছেলে নুরুল আমিন (৬৫)।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) অলক বিশ্বাস জানান রামুর আবছার প্লাজার প্রধান গেটের তালা ভেঙে এবং ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ লিমিটেডের অনুমোদিত ডিস্ট্রিবিউটর মেসার্স আল-আমিন স্টোর, রামু পয়েন্ট-এর গোডাউন কাম অফিসের শাটারের তালা ভেঙে চুরি সংঘটিত হয়।
এ ঘটনায় প্রায় ১৮ লাখ টাকার মালামাল চুরি হয়। যার মধ্যে ৭টি স্যামসাং স্মার্ট মোবাইল ফোন, ১টি DVR মেশিন হার্ডডিস্কও ছিল। পরে রামু থানায় মামলা হলে চোর চক্রের সদস্যদের আটকের লক্ষ্যে বিভিন্ন সময় অভিযান পরিচালনা করে। তারই ধারাবাহিকতায় গত ২৮ অক্টোবর রামু থানার একদল পুলিশের কক্সবাজার শহরে বিশেষ অভিযান পরিচালনা করে সর্বমোট ১১ লক্ষ ৮৭ হাজার ৫০০ টাকার চোরাই মালামাল উদ্ধারসহ ঘটনার সাথে জড়িত ৩ জন দুর্ধর্ষ আন্তজেলার চোর দলের সদস্যদের আটক করকে সক্ষম হয়৷
পুলিশ জানায়- উদ্ধারকৃত মামালের মধ্য ৩৫,০০০ হাজার শলাকা বেন্সন সিগারেট, ৬টি স্যামসাং স্মার্ট মোবাইল ফোন, ১টি সিসি ক্যামেরার ডিভিআর মেশিন, চোরাইকৃত সিগারেট বিক্রির নগদ ৪২ হাজার টাকা, ১টি পুরাতন সিএনজি গাড়ি, রেজিঃ নং- কক্সবাজার-থ-১১-৫২৩০’সহ নানা জিনিস রয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮