নুর মোহাম্মদ, কক্সবাজার:
কক্সবাজারের রামুতে দিবাকালীন ডিউটি চলাকালে অভিযান চালিয়ে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা বিক্রির নগদ ১৭০০ টাকা এবং ২টি স্মার্ট মোবাইল ফোনসহ এক খুচরা ইয়াবা কারবারিকে হাতেনাতে আটক করেছে রামু থানা পুলিশ।
রবিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় রামু চৌমুহনী খিজারী সরকারি উচ্চ বিদ্যালয় এর মাঠের পূর্ব পাশ থেকে তাকে আটক করা হয়।
আটককৃত খুচরা ইয়াবা কারবারির মোঃ মোরশেদ আলম (প্রকাশ) গিয়ান্দর (৩৮)।
রামু থানা সূত্রে জানা যায়, উপ-পরিদর্শক (এস আই) (নিঃ) মোহাম্মদ আনোয়ার মোবাইল ৫(১) দিবাকালীন ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করেন। এসময় মোরশেদ আলমকে ইয়াবা বিক্রির সময় আটক করা হয় এবং তার কাছ থেকে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ১৭০০/= টাকা ও মাদক বিক্রিতে ব্যবহৃত ২টি স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামাল জব্দ তালিকা মুলে জব্দ করা হয়েছে।
রামু থানা কর্তৃপক্ষ জানিয়েছে, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে। মাদক ও মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮