প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩০, ২০২৫, ৪:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৪, ২০২৫, ৪:২২ পি.এম
রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়িতে যুবদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

নুর মোহাম্মদ,কক্সবাজার:
কক্সবাজারের রামু উপজেলা দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নে যুবদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের আওতাধীন ৮ ও ৯নং ওয়ার্ড যুবদলের আয়োজনে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন যুবদলের আহবায়ক আবদুল্লাহ ভুট্টোর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ছাত্রনেতা লিয়াকত আলী খাঁন।
ইউনিয়ন যুবদলের সদস্য সচিব জিয়া উদ্দিন বাবলুর সঞ্চালনায় বুধবার ১৩ আগষ্ট এ্যামাউজমেন্ট ক্লাবের ২য় তলায় অনুষ্ঠিত কর্মী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আবছার কামাল ও সিনিয়র সহসভাপতি ছলিম উল্লাহ মেম্বার।
সভায় আরো উপস্থিত ছিলেন দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফরিদুল আলম ফরিদ, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুল খালেক, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুল্লাহ, ৮নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি কুতুব উদ্দিন টিপু ও ইউনিয়ন বিএনপি নেতা জসিম উদ্দিন।
সভায় আগামী নির্বাচনকে সামনে রেখে জাতীয়তাবাদী দল বিএনপিকে শক্তিশালি করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহজাহান, রাজারকুল ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আবুল মনসুর আলম, ইউনিয়ন যুবদলের যুগ্ন আহ্বায়করা হলেন মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ মোস্তফা, মোহাম্মদ জসিম, ইমরানুর রহমান শামীম, মোহাম্মদ আনোয়ার, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম, যুবনেতা বোরহান উদ্দিন, মোহাম্মদ সেলিম ও প্রবাসী মোবারক উল্লাহ।
বক্তারা আরো বলেন সামনে নির্বাচন বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। আগামী নির্বাচনে বিজয়ী করে প্রমাণ করতে হবে বাংলাদেশের জনগণ বিএনপির সঙ্গে আছে।
এসময় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২