প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৯, ২০২৬, ১২:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১০, ২০২৫, ৫:১৬ পি.এম
রামুর রশিদ নগর মামুন মিয়ার বাজারে যানজট নিরসনে অভিযান জরুরি

নুর মোহাম্মদ, কক্সবাজার
কক্সবাজারের রামু উপজেলার রশিদ নগর বাজারে যানজট নিরসন এবং সড়কগুলোতে অবৈধ পার্কিং ও ফুটপাত দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান জরুরি হয়ে পড়েছে।
কক্সবাজার-চট্টগ্রাম হাইওয়ে সড়কের দুই পাশে সড়ক ঘেঁষে ঝুপড়ি দোকান স্থাপন ও বাজারের ভেতরে অপরিকল্পিত দোকান ঘর স্থাপন করার ফলে এই যানজট হচ্ছে প্রতিনিয়ত। বাজার সংলগ্ন ভারুয়াখালী সড়কের দুই প্রান্তে অটোরিকশা ও সিএনজি'র অবৈধভাবে পার্কি করাও যানজট সৃষ্টির মূল কারন বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।
সরেজমিনে পরিদর্শনে দেখা যায, পানিরছড়া বাজারের প্রধান সড়কের দুই পাশে ফুটপাত দখল করে অবৈধ ভাসমান দোকান স্থাপন করেছে প্রভাবশালী ব্যক্তি।
সংশ্লিষ্ট প্রশাসন এসব ভাসমান দোকান ঘর সরিয়ে নেয়ার তাগাদা দিলেও কোন ভাবেই কর্ণপাত করছেনা ব্যবসায়ী মহল। যার ফলে প্রতিনিয়ত যানজট সৃষ্টি করে গণ দুর্ভোগ তৈরি হয়। বড় ধরনের সড়ক দুর্ঘটনায় প্রাণহানিও ঘটে।
এদিকে বাজারের ভেতরের সরকারী জায়গায় স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি দোকান নির্মাণ করায় বাজারের পণ্য ব্যবসায়ীরা স্বাভাবিক ভাবে ব্যবসা চালাতে ব্যাপক সমস্যার সম্মুখীন হচ্ছে। তাছাড়াও মানুষের চলাচল পথের জায়গা না থাকার কারনে প্রধান সড়ক দিয়ে চলাচল করতে বাজারে আসা ক্রেতাদের।
এব্যাপারে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জরুরী ভিত্তিতে এসব বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।
স্থানীয় সচেতন মহল, খুব দ্রুত সময়ের মধ্যে উচ্ছেদ অভিযান পরিচালনা করে বাজারের স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার জোর দাবী জানান।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২