নুর মোহাম্মদ, কক্সবাজার:
কক্সবাজারের রামু উপজেলার ইয়াবাডন মোহাম্মদ আবদুল্লাহকে গ্রেফতার করেছেন রামু থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ৩ হাজার ২০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
গত মঙ্গলবার রাতে রামু উপজেলার রশিদনগর ইউনিয়নে চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়ক থেকে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি কালে তাকে আটক করা হয়। মোহাম্মদ আবদুল্লাহ ফতেখাঁরকুল ইউনিয়নের অফিসের চর এলাকার মো: আলমের পুত্র।
সূত্র জানায়, আবদুল্লাহ এরআগেও চট্টগ্রামে বাইক নিয়ে ইয়াবা পাচারকালে আটক হয়েছিল। এদিকে আবদুল্লাহ আটক হলেও তাদের সিন্ডিকেটের মূল হোতারা অধরা আছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
বিষয়টি নিশ্চিত করে রামু থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। গতকাল বুধবার সকালে তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮